ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলাদেশের জন্য 'অনিষ্টকর কিছু' ভারত করবে না জানিয়েছেন।
বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ভারত প্রসঙ্গে বলেন, ‘বন্ধুত্ব থাকলে কখনো বন্ধু অপর বন্ধুর অনিষ্ট করে না। ভারত সরকার আমাদের বন্ধু। আমাদের কোন অনিষ্ট করবে বলে মনে করিনা।’
ভারতের সর্বশেষ লোকসভা নির্বাচনে আবারো ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন জোট।
পুনরায় বিজেপির ক্ষমতায় আসাকে সাম্প্রদায়িক বিদ্বেষ ও সহিংসতা বাড়ার কারণ হিসেবে দেখছেন অনেকে।
এ প্রশ্ন সামনে রেখে পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করে বিবিসি।
আসামে নাগরিকত্ব যাচাই-বাছাইয নিয়ে চলমান অস্থিরতা প্রসঙ্গে তাদের প্রশ্নের জবাবে এ কে মোমেন কাজটিকে ভারতের ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে জানান।
তিনি বলেন, বিষয়টি নিয়ে এখনো বাংলাদেশের চিন্তার কোনো কারণ নেই বলে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেখা যাক কী ইস্যু হয়, আমরা হাওয়ার মধ্যে কোন বক্তব্য দিতে চাই না।... যদি কোনো সিরিয়াস ইস্যু হয়, তখন আমরা এ নিয়ে আলাপ করব।’