আপডেট : ২৬ মে, ২০১৯ ০০:০০
চলন্ত ট্রেনের ছাদে ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁওয়ে চলন্ত ট্রেনের ছাদে ছিনতাইকারীর ছুরির আঘাতে রাজিব আহমেদ (২২) নামে এক যুবক আহত হয়েছেন। তিনি আনসার সদস্য হিসেবে নরসিংদীতে কর্মরত। গতকাল শনিবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজিব শরীয়তপুরের নড়িয়া উপজেলার মোল্লাকান্দি গ্রামের সিরাজুল সরদারের ছেলে। আহত রাজিবের বড় ভাই আবু বক্কর জানান, চাকরির পরীক্ষা দিতে তিনি ঝিনাইদহ যাওয়ার জন্য নরসিংদী থেকে ট্রেনের ছাদে করে বিকেলে ঢাকায় যাচ্ছিলেন।