logo
আপডেট : ২ জুন, ২০১৯ ০০:২৩
বিএনপি জামায়াতের রাজনীতি ছিল পেট্টোলবোমার: তথ্যমন্ত্রী
চট্টগ্রাম ব্যুরো

বিএনপি জামায়াতের রাজনীতি ছিল পেট্টোলবোমার: তথ্যমন্ত্রী

ফাইল ফটো।

বিএনপি-জামাতের সমালোচনা করে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ট্রাক দাঁড়িয়ে আছে, চালক ঘুমিয়ে আছে। সেই ট্রাকের মধ্যে পেট্রোলবোমা নিক্ষেপ করে জ্বালিয়ে দেয়া হয়েছিল। চালককে পুড়িয়ে হত্যা করা হয়েছে। যারা রাজনীতির নামে মানুষ পোড়ায়, বাসে ট্রাকে আগুন দিয়েছিল তারা অমানবিক কাজ করেছেন। বিএনপি-জামায়াত রাজনীতি করেছিল মানুষের উপর পেট্রোলবোমা নিক্ষেপ করার জন্য।

শনিবার বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহণ মালিক ফেডারেশন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রামের তারকা হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ হোসেন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুখ, সিএমপি কমিশনার মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা।