আপডেট : ১০ জুন, ২০১৯ ০০:২১
ধানের দাম বাড়াতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
ফাইল ফটো।
কৃষকের ধানের দাম কীভাবে বাড়ানো যায় সে বিষয় নিয়ে সরকার চিন্তাভাবনা করছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এ বিষয়টি স্থায়ী সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই নির্দেশনা দিয়েছেন। তার নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি। আমরা এর সমাধান খুঁজে বের করার চেষ্টা করছি যাতে চাষিরা লাভবান হয়।
আব্দুর রাজ্জাক বলেন, কৃষকদের ধানের দাম বাড়ানোর বিষয়ে সরকার অধিকতর গুরুত্ব দিয়ে কাজ করছে।
খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে সভা করে বিষয়টি ফয়সালা করা হবে। ইতোমধ্যে এ ব্যাপারে খাদ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।