২০১৭ সালের আগে সুপ্রিম কোর্টে নিয়োগ পাওয়া ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারি অ্যাটর্নি জেনারেলদের (এএজি) পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বুধবার দুপুরে রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে লিগ্যাল এইডের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, ‘তাদের (ডিএজি ও এএজি) নতুন করে নিয়োগ দেওয়া হোক কিংবা পুরাতনরা বহাল থাকুক, তাদের নিয়োগ প্রক্রিয়া নতুন করে হবে। ২০১৭ সালের আগে যারা নিয়োগ পেয়েছেন তাদের পদত্যাগ করতে হবে।’
তিনি বলেন, ‘তাদের পদত্যাগের বিষয়টি অ্যাটর্নি জেনারেলকে চিঠির মাধ্যমে জানিয়েছি। তিনি নিশ্চয়ই পদক্ষেপ নিচ্ছেন। তবে, এখন পর্যন্ত কোন পদত্যাগ পত্র আমার কাছে পৌঁছেনি।’
তিনি আরও বলেন, ‘এখন আবারও তাদের (ডিএজি ও এএজিদের) বলছি, পদত্যাগের বিয়য়টি আপনাদের (গণমাধ্যম) মাধ্যমে তাদের সকলের কাছে পৌঁছে যাবে।’
দুদকের কর্মকর্তা (বরখাস্ত) বাছিরের সঙ্গে ডিআইজি মিজানের ঘুষ লেনদেন সংক্রান্ত ঘটনার সংবাদ প্রকাশের জেরে দুদকে সাংবাদিককে তলবের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, ‘এ বিষয়টি আমি অবগত নই। তবে, আমি যেটি বলবো, দুদক একটি স্বাধীন সংস্থা। এ বিষয়ে কোন প্রশ্ন যদি করতে হয় তা হলে দুদককে প্রশ্ন করাই শ্রেয়।’
প্রসঙ্গত, চলতি বছরের ১৩ জানুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত একটি অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বলেছিলেন, যোগ্য ও ত্যাগীদের নিয়োগ দিতে সকল আইন কর্মকর্তাদের (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে ডিএজি, এএজি, পিপি, এপিপি, জিপি, এজিপি) পদত্যাগ করতে বলা হবে এবং হাইব্রিডদের বাদ দেওয়া হবে।