চলতি বছরের প্রথম ছয় মাসে রেলপথে ২০২ দুর্ঘটনায় ২০৯ জন নিহত ও ১৪৬ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৪৭ নারী ও ২১ শিশু রয়েছে।
বুধবার বেসরকারি সংগঠন শিপিং এন্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২২টি বাংলা ও ইংরেজি জাতীয় দৈনিক, ১০টি আঞ্চলিক সংবাদপত্র এবং আটটি অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থার তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এই প্রতিবেদন তৈরি বলে জানায় তারা।
প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে ৩৯ট দুর্ঘটনায় ১০ নারী ও চার শিশুসহ ৩৯ জনের প্রাণহানি এবং আটজন আহত হয়েছে। ফেব্রুয়ারিতে ৪৬ দুর্ঘটনায় নিহত ও আহত হয়েছে যথাক্রমে ৪৩ ও ২২ জন। নিহতের তালিকায় ১০ নারী ও চার শিশু রয়েছে।
মার্চে ৩৫ দুর্ঘটনায় ছয় নারী ও চার শিশুসহ ৩৮ জন নিহত ও সাতজন আহত হয়েছে। এপ্রিলে দুর্ঘটনা ঘটেছে ২৩টি। এতে ২৬ জন নিহত ও ছয়জন আহত হয়েছে। নিহতদের মধ্যে চার নারী ও তিন শিশু রয়েছে। মে মাসে ৩০ দুর্ঘটনায় আট নারী ও তিন শিশুসহ ৩০ জন নিহত হয়েছে। এ সময়ে আহত হয়েছে তিনজন। জুনে দুর্ঘটনার সংখ্যা ২৯। এতে ৩৩ জন নিহত ও ১০০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা যথাক্রমে নয় ও তিন।
এসসিআরএফ সভাপতি আশীষ কুমার দে বলেন, গত ছয় মাসে সড়কের তুলনায় রেলপথে দুর্ঘটনার হার খুব কম। দূরপাল্লার ট্রেনগুলোর চালকদের অসতর্কতা ও কিছুসংখ্যক রেলসেতুসহ অনেক স্থানে রেলপথ দীর্ঘদিন সংস্কার না করার কারণে কিছু মানুষের মৃত্যু হয়েছে।