আপডেট : ১৭ জুলাই, ২০১৯ ২৩:৪৪
‘রিফাত হত্যার তদন্ত শেষ হওয়ার আগে কোনও উপসংহার টানা যাবে না’
নিজস্ব প্রতিবেদক
বরগুনার আলোচিত রিফাত হত্যার গুড অ্যান্ড বেটার তদন্ত চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘তদন্ত শেষ হওয়ার আগে কোনও উপসংহার টানা যাবে না।’
বুধবার সংসদ ভবনে শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে তিনি এ কথা বলেন।
কমিটির সদস্য ও জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান রিফাত হত্যার প্রধান সাক্ষী তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে গ্রেপ্তারের প্রসঙ্গ তুলে বলেন, ‘কেউ দোষী হলে তার শাস্তি হোক, সেটা আমরা চাই। কিন্তু কারও প্ররোচনায় মিন্নিকে গ্রেপ্তার করা হয়েছে কিনা, তা খতিয়ে দেখা দরকার।’