logo
আপডেট : ১৮ জুলাই, ২০১৯ ১৪:৫৯
সরল বিশ্বাসে সরকারি কর্মকর্তারা দুর্নীতিতে জড়ালে অপরাধ নয়: দুদক চেয়ারম্যান
অনলাইন ডেস্ক

সরল বিশ্বাসে সরকারি কর্মকর্তারা দুর্নীতিতে জড়ালে অপরাধ নয়: দুদক চেয়ারম্যান

ফাইল ছবি

সরকারি কর্মকর্তারা সরল বিশ্বাসে দুর্নীতিতে জড়ালে তা অপরাধ নয়, এটি বড় সমস্যা নয় বলে জানালেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার শেষ অধিবেশনে ডিসিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ইকবাল মাহমুদ বলেন, “সিআরপিসি (পেনাল কোড) অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যদি সরল বিশ্বাসে কোনো দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন সেটি অপরাধ বলে গণ্য হবে না। সেটিকে বড় করে সমস্যা মনে করার কথা নয়। তবে সরল বিশ্বাস যেন সরল বিশ্বাসই থাকে, তা নিশ্চিত হতে হবে।”

তিনি দুর্নীতি প্রতিরোধে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার ওপর জোর দেন। নইলে দুর্নীতিমুক্ত প্রশাসন বা শিক্ষা কোনো কিছুই গড়ে তোলা যাবে না। এ জন্য ডিসিদের জেলা ও উপজেলার প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলপর্যায়ের শিক্ষার্থীদের মানবিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন ও মুক্তিযুদ্ধের চেতনা গড়ে তুলতে শিক্ষা দেওয়া হচ্ছে কিনা তা মনিটরিং করতে বলেন।