‘সুস্থ আছি’ বলে যাওয়ার পর ইনজুরিতে পড়েন মাশরাফী বিন মোর্ত্তজা। নেওয়া হল ফরহাদ রেজাকে। কিছুক্ষণ পর শোনা গেল খেলতে পারবেন না মোহাম্মদ সাইফউদ্দিনও। এবারও কারণ সেই সর্বনাশের ইনজুরি। ডাক পেলেন তাসকিন আহমেদ।
শুক্রবার রাতে বিসিবি থেকে এমন পরিবর্তনের খবর এসেছে ‘হঠাৎ বৃষ্টির’ মতো। কারণ বিকেলের সংবাদ সম্মেলন পর্যন্ত ‘সব ঠিক আছে’ বলে জানতেন সাংবাদিকেরা।
এদিন রাত দশটার কিছুক্ষণ আগে মেইলে পাঠানো বিবৃতির মাধ্যমে তামিম ইকবালকে অধিনায়ক করার কথা জানানো হয়। তার কিছুক্ষণ আগে প্রধান নির্বাচক মিনহাজুল জানান ফরহাদ রেজার দলে ঢোকার খবর।
সবার শেষে এসেছে তাসকিনের খবর। আরেক পেসার সাইফউদ্দিন পিঠের ইনজুরিতে পড়ায় প্রায় দুই বছর বাদে ওয়ানডে দলে ফিরলেন এই তরুণ।
আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই শ্রীলঙ্কায় তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। শনিবার (২০ জুলাই) দেশ ছাড়বেন টাইগাররা। তার আগে শুক্রবার সংবাদ সম্মেলনের পর অনুশীলনে নামেন মাশরাফীরা।
অনুশীলনে বোলিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান মাশরাফী। বোলিং অসমাপ্ত রেখে ফিজিওর সঙ্গে চলে যান ড্রেসিংরুমে।
পরে বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, ‘সে সিরিজ থেকে ছিটকে পড়েছে। অন্তত তিন সপ্তাহ লাগবে চোট থেকে সেরে উঠতে।’