মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগ নিয়ে হাসপাতালে ভর্তির হার তুলনামূলক কিছুটা কমেছে।
এ ২৪ ঘণ্টায় ১ হাজার ৪৭৭ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন।
এর আগে সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চব্বিশ ঘণ্টায় এ রোগে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৪৭০ জন। তার আগে চব্বিশ ঘণ্টায় ভর্তির সংখ্যায় ছিল ১ হাজার ২২০।
সে হিসাবে ডেঙ্গু রোগে আক্রান্তের হার কমেছে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো তথ্য বিশ্লেষণে এমনটা জানা যায়।
তবে এ দিনের পাঠানো তথ্যে সরকারের এ অধিদপ্তর মৃতের সংখ্যা ৮ থেকে বাড়িয়ে ২৪ করেছে। যদিও বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা প্রায় ৫০।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব মতে, ঢাকার বাইরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ২৬৫৪। রাজধানীতে এ সংখ্যা ১৭ হাজার ১৮৩।