সিরিয়াল কিলার
ঈশ্বর আমাকে প্রতি মাসে খুনি বানায় ।
এক বছরে আমি বারোটা অর্ধেক-খুন করি ।
খুনের সময় তলপেটে খুব ব্যথা হয় ।
যে বছর আমাকে খুনি হতে হবে না,
সে বছর আমি স্রষ্টা হব ।
যদি সেই সৃষ্টির আরেকটা স্রষ্টা পাওয়া যায়
তাহলে উৎসব হবে— আর
না পাওয়া গেলে শালিস ।
সেই বছরের পর থেকে আমি হব একইসাথে,
ঈশ্বর আর খুনি ।
১১ নভেম্বর, ২০১৮ মিরপুর ৬, ঢাকা।
রাস্তার পাশে এখন, যুদ্ধ হচ্ছে...
রাস্তার পাশে যুদ্ধ হচ্ছে...
রাস্তার পাশে যুদ্ধ হচ্ছে, আর আপনারা সিনেমার শুটিং করছেন ?
আরে ভাই ঐ বিল্ডিংটায়ও তো বিয়ে হচ্ছে, ওদের কিছু বলছেন না ?
ভাই, রাস্তার পাশে তো যুদ্ধ হচ্ছে, আর আপনারা বিয়ের অনুষ্ঠান করছেন ?
আরে ভাই ঐ ঝোপের পিছে ধর্ষণ হচ্ছে, ওদের কিছু বলছেন না ?
রাস্তার পাশে যুদ্ধ হচ্ছে, আর আপনি ধর্ষণ করছেন ?
ঐ বিল্ডিং-এ বিয়ে হচ্ছে, রাস্তায় শুটিং হচ্ছে, ঐ গলিতে ছিনতাই হচ্ছে, যুদ্ধ হচ্ছে
তাই বলে কি আমরা যার যার কাজ থামিয়ে রাখব নাকি ?
ভাই, রাস্তার পাশে যুদ্ধ হচ্ছে, আর আপনি ছিনতাই করছেন ?
শুধু ছিনতাই না, খুনও করব ।
*
ভাই, ঐ গলিতে একজন খুন করবে !
রাস্তার পাশে যুদ্ধ হচ্ছে আর আপনি খুন নিয়ে মাথা ঘামাচ্ছেন ?
ভাই, রাস্তার পাশে তো যুদ্ধ হচ্ছে !
এখানে সুন্দরি প্রতিযোগিতা হচ্ছে, বিরক্ত করবেন না প্লিজ ।
যুদ্ধ হচ্ছে আর আপনারা প্রতিযোগিতা করছেন ?
আরে ভাই, ওই গাছে তো পাখি ডাকছে, ওদের কিছু বলছেন না ?
রাস্তার পাশে যুদ্ধ হচ্ছে, আর তোমরা ডাকছ ?
— চিঁউ চিঁউ চিঁউ ।
অবশেষে
আমি ক্লান্ত হয়ে রাস্তার পাশেই বসে পড়লাম;
একটা চায়ের দোকানে, চুপচাপ ।
অতঃপর, এক কাপ চা আর কেক চাইতেই
দোকানদার আমাকে বলে উঠল—
ভাই, রাস্তার পাশে তো এখন;
যুদ্ধ হচ্ছে ।
১১ নভেম্বর, ২০১৮, মিরপুর ৬, ঢাকা।
ফটোগ্রাফি
শহরে কুয়াশা আর ইলেক্ট্রিক তারে একটা কাক ।
একটা বড় বিল্ডিং, একটা কালো গাড়ি
ফটোগ্রাফারের মন খারাপের জন্য দায়ী ।
আর মন-খারাপ করা মানুষেরা—
ফটোগ্রাফারের মন ভালো করার জন্য দায়ী ।
১১ নভেম্বর, ২০১৮, মিরপুর ৬, ঢাকা।
আমি ঘামতে থাকি, ঘুমাতে থাকি...
জ্বরের ঘোরে আমি প্রলাপ বকি ।
মানুষ দ্যাখে আমার গা গরম, আমাকে প্যারাসিটামল দেয় ।
আমার জ্বর ছাড়ে, ঘামতে থাকি ।
জ্বর ছাড়াও আমি প্রলাপ বকি ।
মানুষ তখন দ্যাখে আমার গা গরম না;
আমাকে তারা ঘুমের ওষুধ দেয় ।
এরপর, প্রলাপ ছাড়ে— আমি ঘামতে থাকি...
ঘুমাতে থাকি ।
১১ নভেম্বর, ২০১৮, মিরপুর ৬, ঢাকা।
লাল ছিলাম, আমরা...
শীতের রাতের নীল দেয়ালের কামরা
রঙ করেছি লাল
আর যখন সাদা ছিল তখন
চাদর ছিল নীল; আর
লাল ছিলাম আমরা ।
৬ নভেম্বর, ২০১৮ মিরপুর ৬, ঢাকা।
জান্নাতুল ফেরদাউস জেমীম'র জন্ম ৩ সেপ্টেম্বর, ১৯৯৭, ঢাকা। বর্তমানে মিরপুর ৬, ঢাকায় থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে পড়াশোনা করছেন। গান করেন, কবিতা লেখেন, ছবি আঁকেন শৈশব থেকেই। তার নিজস্ব বাংলা গানের দল: একদল মানুষ।