পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, আগস্টে আরও একটি বন্যা দেখা দিতে পারে।
শনিবার গাইবান্ধা শহরের ঘাঘট নদীর গোদারহাট বন্যানিয়ন্ত্রণ বাঁধের পুনঃসংস্কার কাজ ও বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
জাহিদ ফারুক বলেন, এবারের বন্যায় গাইবান্ধায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৩৭টি পয়েন্টে ধ্বসে গেছে। ধ্বসে যাওয়া অংশগুলো জরুরিভিত্তিতে পুনঃসংস্কার কাজের ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করা যায় আগামী দুই সপ্তাহের মধ্যে এসবের সংস্কার কাজ শেষ হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় বন্যায় ক্ষতিগ্রস্ত সবার কাছে ত্রাণ পৌঁছানো হয়েছে। এসব ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের ঘরবাড়ি নির্মাণ করে দেওয়া হবে এবং কৃষকদের কৃষি পুর্নবাসনের আওতায় আমন চারাসহ বীজ ও সার বিনামূল্যে দেওয়া হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহমুদুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. মোস্তাফিজার রহমান, প্রধান প্রকৌশলী জ্যোতি প্রশাদ ঘোষ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন-অর-রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর কবির, নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান প্রমুখ।