রাজধানীতে পৃথক অভিযানে অজ্ঞান পার্টির ২১ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ডিবি বলছে, গ্রেপ্তারদের টার্গেট ছিল গরুর পাইকার ও ক্রেতাদের নানা উপায়ে অজ্ঞান করে টাকা লুট করা।
গতকাল শনিবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার আবদুল বাতেন বলেন, গতকাল সকালে যাত্রাবাড়ী ও শ্যামপুর থেকে অজ্ঞান পার্টির ১২ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেনÑ রতন চন্দ্র দে, নিজাম মোল্লা, স্বপন, সুমন ওরফে খোকন, লিটন, সাজ্জাদ হোসেন ওরফে সোহেল, রবি শেখ, পনু পেদা, আব্দুল বারেক, আলাউদ্দিন খান, মনির হোসেন ও মনিরুল ইসলাম ওরফে মিন্টু। এছাড়া পৃথক অভিযানে অজ্ঞান পার্টির আরও ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ২১ জনের কাছ থেকে ২৫০ পিস নকটিন ঘুমের ট্যাবলেট, ২০ পিস লজিকাম ট্যাবলেট ও ১৪ পিস ঝান্ডুবাম উদ্ধার করা হয়। ঈদুল আজহা উপলক্ষে গরুর ক্রেতা-বিক্রেতাসহ ঘরমুখো যাত্রী সাধারণকে ওষুধ প্রয়োগের মাধ্যমে অজ্ঞান করে তাদের সঙ্গে থাকা নগদ টাকা লুট করাই ছিল তাদের টার্গেট।