‘দুধকলা দিয়ে সাপ পুষলেও যে তা পোষ মানে না’ এ সত্য আবার প্রমাণিত হলো ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায়। পোষা সাপের ছোবলে প্রাণ হারিয়েছেন তারাবুনিয়া গ্রামের হোসেন আলী হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার (৩২)।
গত শনিবার সন্ধ্যায় তাকে ছোবল দিলে মারা যান গতকাল রবিবার সকালে। নিহত রুবেলের পরিবার ও স্থানীয়রা জানায়, সাপুড়ে রুবেল বিভিন্ন স্থান থেকে সাপ ধরে আনতেন এবং বিক্রি করতেন। কয়েক দিন আগে এক বাড়ি থেকে বড় একটি সাপ ধরে এনে হাঁড়িতে রাখেন।
গত শনিবার সন্ধ্যারাতে ঘরে রাখা অন্য পোষা ১৫টি সাপকে খাবার খাওয়নোর পর নতুন ওই সাপটিকে খাবার খাওয়ানোর চেষ্টা করলে রুবেলের হাতে একাধিক ছোবল দেয়। এতে রুবেল গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে স্বজনরা তাকে পার্শ¦বর্তী ছোনাউটা মোল্লাখালীর এক ওঝার কাছে নিয়ে যান। রাতভর ঝাড়ফুঁক দেওয়ার পরও কোনো কাজ না হওয়ায় গতকাল রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আমুয়ায় নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।