আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০
বাপার দাবি
নদী দখল-উচ্ছেদ সমানতালে চলছে
নিজস্ব প্রতিবেদক
প্রশাসনের অসহযোগিতার কারণে সরকারের নদী রক্ষার উদ্যোগে সুফল মিলছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। সংগঠনটির দাবি, নদী দখল ও উচ্ছেদ সমান্তরালে চলছে। গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাপার নেতারা।
বিশ্ব নদী দিবস উপলক্ষে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাপা। এতে বাপার সাধারণ সম্পাদক আব্দুল মতিন অভিযোগ করেন, দেশের নদীগুলো শিল্পপতি ও ক্ষমতাসীনদের লুটপাটের কবলে।