logo
আপডেট : ২৬ সেপ্টেম্বর, ২০১৯ ০১:০৭
দুই মাস পর ৪শ’র নিচে ডেঙ্গু রোগী
নিজস্ব প্রতিবেদক

দুই মাস পর ৪শ’র নিচে ডেঙ্গু রোগী

দুই মাসেরও বেশি সময় পর নতুন ডেঙ্গু আক্রান্ত চারশর নিচে নামল।

গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়। এর আগে সবশেষ গত ২০ জুলাই ২৪ ঘণ্টায় ৩৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছিল।

নতুন আক্রান্তদের মধ্যে ঢাকা শহরের ৪১টি হাসপাতালে ভর্তি হয়েছে ১৩১ জন এবং ঢাকার বাইরে ২৬৭ জন।

বুধবার সকাল পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এ বছর ডেঙ্গু সন্দেহে ২২৪ জন মৃত্যুর খবর এসেছে। অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) ১২৬টি মৃত্যু পর্যালোচনা করে ৭৫ জন ডেঙ্গুতে মৃত্যুর বিষয় নিশ্চিত করেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী কমেছে ৭১ জন। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৮৬ হাজার ১৫৫ জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে ৮৪ হাজার ১৮৬ জন। আর হাসপাতালে ভর্তি ছিল ১ হাজার ৭৪৫ জন। এদের মধ্যে ঢাকা শহরে ৬৮০ জন ও ঢাকার বাইরে ১ হাজার ৬৫ জন। আগের ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ছিল ১ হাজার ৯২৮ জন।

আমাদের খুলনার নিজস্ব প্রতিবেদক জানান, গত মঙ্গলবার গভীর রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাভলী আক্তার নামে এক ডেঙ্গু রোগী মারা গেছেন। এ নিয়ে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় চলতি বছর ১৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। লাভলী যশোর জেলার কেশবপুর উপজেলার বলিয়াডাঙ্গা গ্রামের জমির আলীর স্ত্রী।