আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ১৬:০৩
পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের নতুন মহাপরিচালক নুরুল ইসলাম
অনলাইন ডেস্ক
সাভারের পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন ড. মো: নুরুল ইসলাম।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে এমএসসি ডিগ্রি অর্জনের পর তিনি ১৯৯০ সালে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের আইএনএসটিতে যোগদান করেন। প্রায় ২৪ বছর আইএনএসটি’র নিউট্রন রেডিওগ্রাফি ল্যাবে গবেষণা কাজে নিয়োজিত ছিলেন।
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার তালতলী গ্রামের সন্তান নুরুল ইসলামের প্রায় অর্ধশতাধিক বৈজ্ঞানিক প্রবন্ধ দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে প্রকাশিত হয়েছে। ২০১৪ সালে তিনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক হিসেবে যোগ দেন। সেখানে ছিলেন পাঁচ বছর।