logo
আপডেট : ৫ অক্টোবর, ২০১৯ ১৪:৪৯
শেখ হাসিনা-মোদি একান্ত বৈঠক
অনলাইন ডেস্ক

শেখ হাসিনা-মোদি একান্ত বৈঠক

দ্বিপক্ষীয় বৈঠক শুরুর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একান্তে কথা বলেছেন।

ঐতিহাসিক হায়দরাবাদ হাউসে স্থানীয় সময় বেলা সাড়ে সকাল ১১টায় দ্বিপক্ষীয় আলোচনা শুরু হয়।

এর আগে দুই নেতা কিছুক্ষণ একান্তে কথা বলেন বলে জানায় বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস।

দুই নেতার এই বৈঠকে আঞ্চলিক এবং দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় যেমন- রোহিঙ্গা ইস্যু, দুই দেশের মধ্যকার অভিন্ন নদীগুলোসহ তিস্তার পানি বণ্টন, নিরাপত্তা, ব্যবসা-বাণিজ্যের ভারসাম্য এবং লাইন অব ক্রেডিট (এলওসি) প্রভৃতি বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার নয়াদিল্লি যান। টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর এটাই তার প্রথম ভারত সফর। তিনি ২০১৭ সালের এপ্রিলে সর্বশেষ নয়াদিল্লি সফর করেন।

বৈঠকের পর হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আয়োজিত মধ্যাহ্ন ভোজে তিনি যোগদান করেন।

এদিনই বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে রাষ্ট্রপতি ভবনে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

রবিবার প্রধানমন্ত্রীর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।