কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক বলেন, সরকারের লক্ষ্য ছিল খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, তা হয়েছে। এমডিজির গোল অর্জিত হয়েছে। এখন এসডিজির গোল অর্জনের পালা। দেশ ক্ষুধামুক্ত হয়েছে। এখন চ্যালেঞ্জ হচ্ছে পুষ্টিকর নিরাপদ খাদ্য, তাও ২০৩০ সালের আগে অর্জিত হবে।
রবিবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সারের মূল্য কমিয়ে কৃষকদের হাতের নাগালে রাখা এবং কৃষি যন্ত্রপাতি, বীজসহ বিভিন্ন খাতে প্রণোদনা প্রদানের ফলে দেশের কৃষির সাফল্য আজ বিশ্ব স্বীকৃত মন্তব্য করে মন্ত্রী আরও বলেন, ’৭৫-পরবর্তী সরকার গণতন্ত্রের মুখোশ পরে জনগণকে শোষণ করেছে। দেশের কৃষকরা সারের জন্য জীবন দিয়েছেন। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষকের ঘরে ঘরে সার পৌঁছে দিয়েছেন। সার নিয়ে কৃষকদের মধ্যে কোনো উৎকণ্ঠা নেই।
বিএডিসি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে। তাই সবাইকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। বিএডিসিকেও জবাবদিহিতা প্রতিষ্ঠা করতে হবে। বিএডিসির চেয়ারম্যান সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কৃষি সচিব নাসিরুজ্জামানসহ অনেকে উপস্থিত ছিলেন।