আপডেট : ৩১ অক্টোবর, ২০১৯ ১৬:৫২
ইরাকে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা, নিহত নিরাপত্তা সেনা
অনলাইন ডেস্ক
ইরাকে যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছেই এক রকেট হামলায় একজন ইরাকি সেনা নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘটনা নিশ্চিত করে।
ডেইলি সাবাহ জানায়, সরকারি কার্যালয় ও বিদেশি দূতাবাস এলাকা গ্রিন জোনে এই হামলা চালানো হয়। মার্কিন দূতাবাসের কাছেই এই রকেট আঘাত হানে।
হামলায় দূতাবাসের নিরাপত্তায় নিয়োজিত একজন ইরাকি সেনা সদস্য নিহত হয়। তবে এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ।
ইরাকে সরকারবিরোধী তুমুল আন্দোলনের মধ্যে মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে এই রকেট হামলা চালানো হয়।
চলতি মাসের শুরু থেকে চলা দুই দফার এই বিক্ষোভে ২৫০ এরও অধিক মানুষ নিহত হয়েছে।
বেকারত্ব বৃদ্ধি ও সরকারের দুর্নীতিবিরোধী এই বিক্ষোভে আহত হয়েছে অন্তত ৫৫০০ মানুষ।