আপডেট : ৭ নভেম্বর, ২০১৯ ১৮:৩৯
চীনে শিশু-কিশোরদের অনলাইন গেমে কারফিউ জারি
অনলাইন ডেস্ক
অনলাইন গেমিং জগতে কারফিউ জারি করল চীন। কমবয়সী ছেলেমেয়েরা গেম আসক্ত হয়ে পড়লে এই জরুরি পরিস্থিতি জারি করে দেশটি।
বিবিসি জানায়, ১৮ বছর বয়সের নিচে কমবয়সী ছেলে-মেয়েদের জন্য এই গেমিং কারফিউ জারি করে চীন। মঙ্গলবার এই সংক্রান্ত একটি বিধিনিষেধ প্রকাশ করে কর্তৃপক্ষ।
এখন থেকে রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত অনলাইনে গেম খেলতে পারবে না কম বয়সী ছেলেমেয়েরা। এ ছাড়া দিনের বেলা ৯০ মিনিট করে এই নিষেধাজ্ঞা থাকবে।
এর বাইরে সাপ্তাহিক ছুটি ও অন্যান্য ছুটির দিনগুলোতেও ৩ ঘণ্টা করে গেম খেলার ওপর নিষেধাজ্ঞা থাকবে।
গেম আসক্তির ফলে শিশু-কিশোরদের স্বাস্থ্যের ক্ষতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন চীনের কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে গেম আসক্তি রোধে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে তারা জানান।