ভূমধ্যসাগরীয় উপকূল থেকে উদ্ধার হওয়া সেই ১৭১ জন বাংলাদেশি অভিবাসী প্রত্যাশীকে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। কিন্তু দেশটিতে চলমান যুদ্ধের কারণে তাদের এখনই পাঠানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে আরব নিউজ।
ইউরোপে যাওয়ার পথে গত ৩০ অক্টোবর তাদের উদ্ধার করা হয়। সেদিন মোট ২০০ জনকে উদ্ধার করে লিবিয়ার কোস্টগার্ড।
যুদ্ধের কারণে ত্রিপোলি বিমানবন্দর এখন অনেকটাই স্থবির। কোনো আন্তর্জাতিক ফ্লাইট এই মুহূর্তে ঢাকায় আসতে রাজি হচ্ছে না। তাই কিছুটা বিপাকে পড়েছে বাংলাদেশের দূতাবাস।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের শেষ দিকে বাংলাদেশি অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে।
ভুক্তভোগী বাংলাদেশিরা এখন দুটি কেন্দ্রে আটক অবস্থায় আছেন। তাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন দূতাবাসের কর্মকর্তারা।
তাদের ফেরত আসার খরচ বহন করবে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)।