আপডেট : ২৩ নভেম্বর, ২০১৯ ০০:০০
কুবির সমাবর্তন
ফি কমাতে আইনি নোটিস
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রথম সমাবর্তনে অংশ না নিলেও সনদপত্র তুলতে সমপরিমাণ ফি নেওয়ার সিদ্ধান্ত বাতিল ও নির্ধারিত ফি কমানোর জন্য আইনি নোটিস পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের চতুর্থ ব্যাচের শিক্ষার্থী মো. তারেক রহমানের পক্ষে গত বৃহস্পতিবার নোটিসটি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান, উপাচার্য ও রেজিস্ট্রারের কাছে নোটিসটি পাঠানো হয়।
অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া বলেন, আগামী ২৭ জানুয়ারি কুবির প্রথম সমাবর্তনে অংশ নিতে নিবন্ধনের জন্য বিকাশের মাধ্যমে স্নাতক ডিগ্রিধারীদের ৩ হাজার ৫৪০ টাকা ও স্নাতকোত্তরের ড়্গেত্রে ৪ হাজার ৫০ টাকা পাঠাতে বলা হয়েছে। এটি শিক্ষার্থীদের জন্য মড়ার উপর খাঁড়ার ঘা।