বরগুনার বেতাগী উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সেলিম আহম্মেদ নামের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেলিম কাজিরাবাদ ইউনিয়নের মৃত কাঞ্চন আলীর ছেলে ও স্থানীয় ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।
শুক্রবার দুপুরে উপজেলার কাজিরাবাদ ইউনিয়নে বেতাগী থানার এসআই মো. হারুণ অর রশিদ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এরপর আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়।
বেতাগী থানা সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় নির্যাতিত গৃহবধূর বসতঘরে ঢুকে জোর পূর্বক ধর্ষণ করেন যুবদল নেতা ও আইনজীবী সেলিম আহম্মেদ। ওই দিন রাতেই গৃহবধূ সেলিম আহম্মেদকে আসামি করে বেতাগী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। শুক্রবার দুপুরে অভিযুক্ত সেলিমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
বেতাগী থানার পরিদর্শক (তদন্ত) মো. ফেরদৌস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নির্যাতিত গৃহবধূ ও মামলার বাদীকে বরগুনা জেনারেল হাসপাতালে চেকআপের জন্য পাঠানো হয়েছে।