এলাকার চিহ্নিত ভূমিদস্যুদের প্রতারণা, জালিয়াতিসহ একের পর এক হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছে পটুয়াখালীর কলাপাড়ায় নির্মাণাধীন ১৩২০ মেগাওয়াট পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগ্রহণকৃত জমির প্রকৃত মালিকরা। গতকাল শনিবার বেলা ১১টায় ধানখালী ইউনিয়নের ধোলাইবাজার বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন বটতলা এলাকায় এ কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত কয়েকশ নারী-পুরুষ অংশগ্রহণ করে। ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে ক্ষতিগ্রস্তদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আলী, হালিম তালুকদার, নিপুল তালুকদার।
এ সময় বক্তারা বলেন, ২০১৪ সালে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের মধুপাড়া মৌজা থেকে অন্দোলনকারী ক্ষতিগ্রস্তদের ৪৯ একর জমি অধিগ্রহণ করা হয়। কিন্তু স্থানীয় জালিয়াত চক্রের সদস্য ভূমিদস্যু নান্টু খান, দিজেন ব্যাপারী ও হাফেজ প্যাদা ও তাদের সহযোগীদের মিথ্যা মামলায় পটুয়াখালী এলএ শাখা থেকে অধিগ্রহণকৃত জমির টাকা উত্তোলন করতে পারছেন না প্রকৃত জমির মালিকরা। মোটা অঙ্কের টাকা দাবি করে প্রকৃত ভূমি মালিকদের একের পর এক মিথ্যা মামলাসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।