তাপমাত্রার পারদ আরও কমেছে রাজধানী ঢাকায়। হিম শীতে জবুথবু নগরবাসী। অন্যদিকে কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠা-নামা বিঘ্নিত হয়েছে।
শনিবার সকালে রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
শুক্রবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে রাজধানীর তাপমাত্রা কমেছে ১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
তীব্র শীতে বিপাকে পড়েছেন রাজধানীর ছিন্নমূল মানুষেরা। শীতের পোশাকের অভাবে জবুথবু অবস্থা তাদের।
এদিকে বেসরকারি টেলিভিশন ইন্ডিপেনডেন্ট জানিয়েছে, কুয়াশার কারণে প্রায় সাড়ে চার ঘণ্টা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ ছিল।
অন্যদিকে দেশের বেশ কিছু অঞ্চলে তাপমাত্রা সামান্য বাড়লে উত্তর-পশ্চিমাঞ্চলে আজও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। অবশ্য রবিবার থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
শনিবার সকালে যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শুক্রবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।