বাংলাদেশে প্রতি এক লাখ মানুষের জন্য একজন মাত্র বিচারক রয়েছেন জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, অন্যদিকে ভারতে ৫০ হাজার মানুষের জন্য একজন বিচারক আছেন।
সোমবার সংসদে জাতীয় পার্টির এমপি মুজিবুল হকের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ তথ্য জানিয়ে বলেন, দেশের মানুষের তুলনায় বিচারকের সংখ্যা খুবই কম।
মন্ত্রী বলেন, ইংল্যান্ডে ২০ হাজার এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইতালিতে ১০ হাজার মানুষের জন্য একজন করে বিচারক রয়েছেন।
তিনি জানান, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশের উচ্চ ও নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৩৬.৪০ লাখ।
বিচারাধীন মামলা নিষ্পত্তিতে দেশে বিচারকের সংখ্যার অপর্যাপ্ততার কথা জানিয়ে তিনি বলেন, আপিল বিভাগে ২২ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তির জন্য সাতজন বিচারপতি আছেন। অন্যদিকে হাইকোর্টের প্রায় ৪.৯১ লাখ মামলা নিষ্পত্তির জন্য বিচারক রয়েছেন ৯৭ জন।
আনিসুল হক বলেন, নিম্ন আদালতের প্রায় ৩১.২৮ লাখ মামলা নিষ্পত্তির জন্য বিচারক রয়েছেন ১৯৬৭ জন।
বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে এবং মামলাজট হ্রাস করার জন্য বিচারকের সংখ্যা বাড়ানোসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করেন আইনমন্ত্রী।
তিনি বলেন, অন্যান্য দেশের বিচার বিভাগের মতো জনসংখ্যার সাথে তুলনা করে বিচারকদের জন্য আরও পদ তৈরি করবে সরকার।