কচুরিপানা খাওয়ার উপযোগী করা যায় কিনা তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
পরিকল্পনামন্ত্রীর কচুরিপানা বিষয়ক মন্তব্যকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিতর্ক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, কচুরিপানা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ফুড ভ্যালু পাওয়া গেলে ভবিষ্যৎ বলে দেবে কী করতে হবে।
শনিবার বিকেলে রংপুরে তার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ সব বলেন।
মন্ত্রী বলেন, আমরা তো কত কিছুই খাই। এক সময় কচুরলতি কেউ খেতো না। মাশরুমকে ব্যাঙের ছাতা বলা হতো। কিন্তু এখন তো খাচ্ছে।
পেঁয়াজের কেজি এখন এক শ টাকার নিচে দাবি টিপু মুনশি বলেন, আগামী মাসে পেঁয়াজের দাম আরো কমবে। অনেক নতুন পেঁয়াজ বাজারে উঠবে। তখন পেঁয়াজের সমস্যা আর থাকবে না।
রমজানের প্রস্তুতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রমজানে নিত্য পণ্যের পর্যাপ্ত মজুদ রাখা হবে। কেউ যেন কোনো কারচুপি করতে না পারে সেদিকে কঠোর নজরদারি রাখা হবে।
সূত্র: চ্যানেল টুয়েন্টিফোর।