দুর্নীতির দায়ে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়টি গভীরভাবে দেখেই হাইকোর্ট সিদ্ধান্ত দিয়েছেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান আবাসিক অফিসে খালেদা জিয়ার জামিন বিষয়ে এক তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
আনিসুল হক বলেন, ‘ডাক্তাররা জানিয়েছেন তার (খালেদা জিয়া) যেই চিকিৎসাটা প্রয়োজন, সেই চিকিৎসাটা চালানোর জন্য অনুমতি প্রয়োজন, কিন্তু তারা সেই অনুমতি পাননি এবং সেই জন্যই তারা এই চিকিৎসা শুরু করতে পারছেন না।’
আনিসুল হক বলেন, ‘যেহেতু চিকিৎসাটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করা যায় এবং সেখানে যেহেতু তারা খালেদা জিয়ার অনুমতি পাননি, তাই তারা চিকিৎসা কাজ শুরু করতে পারেননি। আদালত বলেছেন, তিনি (খালেদা জিয়া) যেহেতু অনুমতি দেননি, এতে আমাদের করার কিছু নেই। সে জন্য আবেদনটি খারিজ করে দেওয়া হয়েছে।’