কক্সবাজারের টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (ভোর রাত ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কাঞ্জরপাড়ার ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন- কাঞ্জরপাড়া গ্রামের আব্দুল জলিলের পুত্র মো. মেসবাহ উদ্দীন (২৭), আবুল কালামের পুত্র মিজানুর রহমান (২৩), মৃত শহর মুল্লকের পুত্র মো. ইমান হোসেন (২৫) ও নয়াপাড়া বাইন্নাটোডা এলাকার আবদুর রশিদের পুত্র মো. মোস্তফা কামাল।
কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ মো. আশরাফুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ একটি দল অভিযান চালিয়ে ইয়াবাসহ চার কারবারিকে আটক করে। তবে অভিযান টের পেয়ে আরও অন্তত ছয় ইয়াবা কারবারি পালিয়ে গেছে।
তিনি জানান, আটক চারজনসহ পলাতক ইয়াবা কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় দায়ের করা হয়েছে।