করোনাভাইরাসের কারণে ইংল্যান্ড, চীন, হংকং, ব্যাংকক ছাড়া সব দেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ করা হচ্ছে।
শনিবার রাত ১২টা থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত এই চলাচল বন্ধ থাকবে।
সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার করোনাভাইরাসের কারণে থাইল্যান্ডের ব্যাংককেও ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
এর আগে বৃহস্পতিবার আরব আমিরাত ও সিঙ্গাপুরে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় বিমান।
্এর আগে ১৭ মার্চ মালয়েশিয়াকে ‘লকডাউন’ ঘোষণা করা হলে কুয়ালালামপুর রুটের ফ্লাইট বাতিল করে সংস্থাটি। এছাড়া গত ১৩ মার্চ থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ভারত অভিমুখী সকল ফ্লাইট বাতিল করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা ও নভোএয়ার।
এদিকে করোনার বিস্তারে গত বৃহস্পতিবার থেকে অভ্যন্তরীণ রুটেও ফ্লাইট চলাচল সীমিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
গত পাঁচ দিনে সাত হাজার যাত্রী বিদেশ থেকে বাংলাদেশে এসেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।