দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এনিয়ে আক্রান্তের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে।
রবিবার বিকেলে রাজধানীর মহাখালীতে নিয়মিত ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি বলেন, আক্রান্ত তিনজনের মধ্যে দুজন দেশের বাইরে থেকে এসেছেন। একজন আগের এক রোগী থেকে সংক্রমিত হয়েছেন।
আক্রান্তদের একজন নারী আর দুজন পুরুষ। তাদের বয়স ৪০, ৩০, ২০ এর কোটায়। তাদের একজনের ডায়াবেটিস আছে। তবে তিনজনেরই করোনা সংক্রমণ মৃদু।
আইইডিসিআরের পরিচালক জানান, করোনায় দেশে মৃত্যু হয়েছে এখন পর্যন্ত দুজনের। নতুন করে সুস্থ হয়ে উঠেছেন দুজন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন পাঁচজন। হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন। তাদের একজনের কিডনি জটিলতা আছে; তার ডায়ালাইসিস করতে হয়।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। নতুন করে ৬৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।