আপডেট : ২২ মার্চ, ২০২০ ১৬:০৮
করোনায় বাতিল মন্ত্রিসভার নিয়মিত বৈঠক
নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি
করোনাভাইরাস (কভিড-১৯) প্রাদুর্ভাবের আশঙ্কায় সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হচ্ছে না।
রবিবার দুপুরে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান।
তিনি বলেন, আগামীকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকটি হচ্ছে না, সংশ্লিষ্টদের সেটি জানিয়ে দেওয়া হয়েছে।
সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়। প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলে মন্ত্রিসভার কোনো বৈঠক হয় না।
অবশ্য প্রধানমন্ত্রী চাইলে যে কোনো সময় মন্ত্রিসভার বিশেষ বৈঠক আহ্বান করতে পারেন।
এর আগে মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশসহ বিশ্বব্যাপী এ ভাইরাসের মহামারির কারণে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়।