logo
আপডেট : ২৩ মার্চ, ২০২০ ০০:৩৩
করোনা পরিস্থিতি নিয়ে রাজনীতি করছে বিএনপি: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

করোনা পরিস্থিতি নিয়ে রাজনীতি করছে বিএনপি: তথ্যমন্ত্রী

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রবিবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন। এ সময় করোনাভাইরাস মোকাবিলায় বিএনপির কোনো পরামর্শ থাকলে সরকারকে তা দেওয়ার অনুরোধও জানান তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘দেশের এ পরিস্থিতিতে কারও রাজনীতি করা উচিত নয়। কিন্তু বিএনপি করোনা পরিস্থিতি নিয়ে নানা ধরনের বিদ্বেষমূলক-দায়িত্বহীন কথাবার্তা বলছে, রাজনীতি করছে। আসলে এখন সব রাজনৈতিক দলের উচিত দলমত নির্বিশেষে করোনা পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসা।’

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় করোনা পরিস্থিতি মোকাবিলায় সফল হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, ‘দেশ-জাতি সমগ্র পৃথিবী যখন এমন মহাদুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে, ক্রান্তিকাল অতিক্রম করছে তখন আমরা দেখলাম কিছু দায়িত্বহীন ও বিদ্বেষমূলক কথাবার্তা বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। দেশের এই অবস্থায় এ ধরনের দায়িত্বহীন কথা বলার সময় এটি নয়।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘এখন রাজনীতি করার সময় নয়। এখন সময় হচ্ছে দলমত নির্বিশেষে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ-জাতিকে রক্ষা করা। সবিনয়ে বিএনপির সবাইকে অনুরোধ জানাব ঐক্যবদ্ধভাবে জনগণের পাশে দাঁড়ান। কোনো পরামর্শ থাকলে অবশ্যই সরকারকে দেবেন।’

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন এবং কয়েকটি সংসদীয় আসনের উপনির্বাচন স্থগিত করায় নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এটি অত্যন্ত সময়োপযোগী সিদ্ধান্ত। শনিবার যে নির্বাচন হয়েছে, সেটিও স্থগিত করা যায় কি না, তা নিয়ে নির্বাচন কমিশন চিন্তভাবনা করেছিল। কিন্তু নির্বাচনের এক দিন আগে সমস্ত প্রস্তুতি যখন শেষ, সে মুহূর্তে সেটি (স্থগিত) করতে পারেনি।