দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) দুই চিকিৎসকসহ আরও চারজন আক্রান্ত হয়েছেন। এনিয়ে আক্রান্তের সংখ্যা ৪৮ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন পাঁচজন।
শুক্রবার বেলা সোয়া ১১টায় অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
তিনি বলেন, দেশে নতুন করে চারজন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের দুজন চিকিৎসক। তারা করোনা আক্রান্তদের চিকিৎসা দিয়েছিলেন।
আইইডিসিআর পরিচালক বলেন, নতুন আক্রান্তদের বয়স ২০-৬০ বছর। তাদের দুজনের মধ্যে দীর্ঘমেয়াদি রোগ রয়েছে। তবে তাদের কারও জটিলতা নেই। তারা স্বাভাবিক আছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৩২১টি কল পেয়েছে আইইডিসিআর। এই সময়ে ১০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এনিয়ে মোট ১ হাজার ২৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এখন বিভাগ এবং জেলা পর্যায়েই নমুনা পরীক্ষা করা হচ্ছে। কেবল বিদেশফেরত নয়, এমন পেশায় আছেন যাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তাদেরও এখন নমুনা পরীক্ষা করা হচ্ছে। এছাড়া ষাটোর্ধ্বদের নমুনা পরীক্ষা করা হচ্ছে।