logo
আপডেট : ৪ এপ্রিল, ২০২০ ১২:১৫
দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯
অনলাইন ডেস্ক

দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯

দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে নতুন করে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা আটজনে দাঁড়িয়েছে।

অন্যদিকে আরও নয়জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৭০ জনে পৌঁছেছে।

শনিবার দুপুরে করোনা নিয়ে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার) সারাদেশে ৫৫৩টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৪৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন আক্রান্ত নয়জনের মধ্যে আটজনের নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর। একজনের নমুনা ঢাকার বাইরে পরীক্ষা করা হয়।

তিনি জানান, নতুন আক্রান্ত পাঁচজন ইতোমধ্যে সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন। দুজন বিদেশফেরত। বাকি দুজন কীভাবে সংক্রমিত হয়েছেন তা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

আইইডিসিআর পরিচালক বলেন, নতুন আক্রান্তদের মধ্যে দুজন শিশু। একজনের বয়স ৯০ বছর।

তিনি আরও জানান, করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজন মারা গেছেন। এদের একজন গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগী। অপরজন আগে থেকে আক্রান্ত ছিলেন। মৃতদের একজনের বয়স ৯০ বছর অপরজনের বয়স ৬৮ বছর।

ব্রিফিংয়ে জানানো হয়, বর্তমানে করোনা আক্রান্ত ৩২ জন চিকিৎসাসেবা নিচ্ছেন। তাদের মধ্যে ২০ জন হাসপাতালে আর ১২ জন বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। নতুন চারজনসহ মোট ৩০ জন সুস্থ হয়ে উঠেছেন।