দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে (কভিড-১৯) আরও চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯ জন।
এ নিয়ে দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১১৭ জনে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১৩ জন।
সোমবার রাজধানীর মহাখালীতে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই হালনাগাদ তথ্য জানান।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় একটি জাতীয় কমিটির গঠন করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমাকে জাতীয় কমিটির চেয়ারম্যান করা হয়েছে।’
‘কিন্তু কখন কারখানা খুলবে, মসজিদ খোলা থাকবে কিনা- এসব বিষয়ে জাতীয় কমিটির সঙ্গে আলোচনা হয় না। স্বাস্থ্য বিষয় ছাড়া আমার সঙ্গে কোনো কিছু আলোচনা হয় না। আমি সাংবাদিকদের জবাব দিতে পারি না’ যোগ করেন তিনি।
পোশাক কারখানা খোলা রাখা প্রসঙ্গে জাহিদ মালেক বলেন, ‘বিজিএমইএ, বিকেএমইএ বিষয়গুলো দেখবে। আমরা যদি ইচ্ছে করে সংক্রমণ বাড়াই, সেটা তো বলতে হবে। আগামীতে যাতে এমনটা না হয় সেটা খেয়াল রাখতে হবে।’
তিনি বলেন, ‘মানিকগঞ্জে একটি মাদ্রাসায় একসঙ্গে ২৮ জন ওঠাবসা করেছিল। তাদের কয়েকজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সব জায়গায় এভাবে ছড়িয়ে পড়লে হাসপাতালে জায়গা দিতে পারব না। এটা তো রোগ সেটা বুঝতে হবে। রোগ কাউকে ছাড়বে না।’