করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মঈনুদ্দিন মারা গেছেন। করোনায় এ প্রথম দেশে কোনো চিকিৎসক মারা গেলেন।
বুধবার ভোরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে, তারা কেউ ফোন ধরছেন না। তবে আমরা নির্ভরযোগ্য সূত্রে খবর পেয়েছি যে তিনি আজ সকালে মারা গেছেন।"
সিলেটের সিভিল সার্জন জানান, ৫-৬ দিন আগে ওই চিকিৎসককে তার এবং তার পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকায় নেওয়া হয়। ঢাকায় আসার আগে সিলেটে তিনি একদিন হাসপাতালে ছিলেন।
আইসিইউ সেবা না থাকায় গত সপ্তাহে ওই চিকিৎসককে সিলেট থেকে ঢাকায় নিয়ে আসার খবরে ব্যাপক আলোচনা তৈরি হয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সরকারি হিসাবে বাংলাদেশে মঙ্গলবার নাগাদ ১ হাজার ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এই সময়ের মধ্যে মারা গেছেন ৪৬ জন।