সরকারি নির্দেশনা অমান্য করে দীর্ঘ সময় ধরে যুক্তরাজ্যে অবস্থানের অভিযোগ এসেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম নজরুল ইসলামের বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে, গত মার্চ থেকে দীর্ঘ সাত মাস ধরে তিনি যুক্তরাজ্যে অবস্থান করেন। তিনি বিশ্ববিদ্যালয় থেকে কোনো ছুটি এবং গভমেন্ট অর্ডার (জিও) নেননি।
ভ্রমণ শেষে কর্মস্থলে যোগদানের আবেদনপত্র থেকে এ অধ্যাপকের আইন অমান্যের ঘটনা বেরিয়ে আসে।
আবেদনপত্র অনুযায়ী, পরিবারের পাশে থাকার জন্য তিনি ফোনে উপাচার্যের মৌখিক অনুমতি নিয়ে যুক্তরাজ্যে চলে যান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে ভ্রমণের আগে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের থেকে সরকারি অর্ডার (জিও) নেওয়া পূর্বশর্ত হলেও তিনি (এস এম নজরুল ইসলাম) তা নেননি। বিদেশ থেকে ফিরে তিনি ভূতপূর্ব জিও চেয়ে এবং কর্মস্থলে পুনরায় যোগদানের আবেদন জানান।
এ বিষয়ে জানতে চাইলে ড. এস এম নজরুল ইসলামেকে একাধিকবার ফোন দিয়ে এবং বার্তা পাঠিয়েও কোনো সাড়া মেলেনি।
রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের অনুমতি এবং গভমেন্ট অর্ডার (জিও) ছাড়া কোনো শিক্ষক বিদেশ যেতে পারেন না। বিমানবন্দরে ইমিগ্রেশনে ধরা পড়ার কথা ছিল। কিন্তু তিনি কীভাবে এটি পার হলেন, তা আমার বোধগম্য নয়।
বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. দিদার-উল-আলম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।