আপডেট : ২৭ অক্টোবর, ২০২০ ১৫:৫৬
চুয়াডাঙ্গায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় পুলিশি বেষ্টনীর মধ্যে জাতীয়তাবাদী যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার শহরের শিল্পকলা একাডেমি চত্বরে নানা আয়োজন রাখা হয়। তবে পুলিশ সেসব আয়োজন সংক্ষিপ্ত করে দেয়।
চুয়াডাঙ্গা জেলা যুবদলের আয়োজনে একটি র্যালির আয়োজন করা হয়। র্যালিটি শিল্পকলা থেকে সড়কে উঠতে গেলে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফায় ধস্তাধস্তি হয়। পরে র্যালির আয়োজন পালন না করে কেক কাটা হয়।
কেক কাটার পর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির সভাপতি শরিফ উর জামান সিজারের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা ও মজিবুল হক মালিক মজু।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রসিদ ঝন্টু।