আপডেট : ১৪ নভেম্বর, ২০২০ ১১:৩৬
শিল্পকলা একাডেমির পরিচালক পদে আফসানা মিমি
পাভেল রহমান
তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার
বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পদে নিয়োগ পেয়েছেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি।
উপসচিব অলিউর রহমান স্বাক্ষরিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ১১ নভেম্বর আফসানা মিমিকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
একই সঙ্গে সৈয়দা মাহবুবা করিমকেও পরিচালক পদে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে কার্যকর হবে। এ চুক্তিভিত্তিক নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জনসংযোগ কর্মকর্তা হাসান মাহমুদ শনিবার সকালে দেশ রূপান্তরকে বলেন, “জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তারা যোগদানের পর মহাপরিচালক মহোদয় বিভাগ বণ্টন করবেন। তারা কোন বিভাগের পরিচালক হবেন, সেটা এখনো ঠিক করা হয়নি।”