আপডেট : ২০ নভেম্বর, ২০২০ ১৭:৩০
ইউএস পলো স্টোর ঢাকায়
অনলাইন ডেস্ক
১৩ নভেম্বর ইউএস পলো অ্যাসোসিয়েশন (U.S. polo Assn.) এর প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন হয় বনানী ১১ নম্বর রোডের ৪৯ নম্বর হাউসে।
চালু হওয়া স্টোরটিতে পুরুষ, মহিলা এবং শিশুদের পোশাকের পাশাপাশি আনুষাঙ্গিক জিনিসপত্র পাওয়া যাবে। এতোদিন ইউএস পলোর প্রোডাক্ট এর জন্য আমেরিকা কিংবা বিদেশি সুপারস্টোরগুলোর উপর নির্ভরশীল ছিলেন বাংলাদেশের ভোক্তারা। কিন্তু এবার দেশেই ইউএস পোলো অ্যাসোসিয়েশন অফিশিয়াল স্টোর থেকে ক্রেতারা কিনতে পারবেন।
উল্লেখ্য ইউএস পলো অ্যাসোসিয়েশন মার্কিন যুক্তরাষ্ট্রের পোলো অ্যাসোসিয়েশন (USPA) এর অফিশিয়াল ব্র্যান্ড । বিশ্বখ্যাত স্পোর্টস জুতার ফ্ল্যাগশিপের পর এবার ইউএস পোলো অ্যাসোন এর স্টোর ঢাকায় চালু করলো কর্ণফুলী গ্রুপ।