‘আসমানি’
জসীমউদ্দীন
বহুনির্বাচনী
১. কবর কবিতাটি প্রবেশিকা শ্রেণির বাংলা সংকলনে স্থান পাওয়ার সময় জসীমউদ্দীন কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?
ক. ঢাকা বিশ্ববিদ্যালয় খ. কলকাতা বিশ্ববিদ্যালয়
গ. যাদবপুর বিশ্ববিদ্যালয় ঘ. রাজশাহী বিশ্ববিদ্যালয়
২. জসীমউদ্দীনের কাব্যগ্রন্থ কোনটি?
ক. পুনশ্চ খ. চক্রবাক
গ. ডালিম কুমার ঘ. নকশি কাঁথার মাঠ
৩. শিশুদের জন্য লেখা জসীমউদ্দীনের অনবদ্য রচনা কোনটি?
ক. বালুচর খ. ডালিম কুমার
গ. ধানক্ষেত ঘ. সুচয়নী
৪. আসমানিকে দেখতে যাওয়ার জন্য কবি কোথায় যেতে বলেছেন?
ক. কাসিমপুরে খ. হেমায়েতপুরে
গ. রসুলপুরে ঘ. আজিমপুরে
৫. আসমানির বাড়িকে কবি কী বলেছেন?
ক. পাখির বাসা খ. পায়রার বাসা
গ. মুরগির বাসা ঘ. কপোতের বাসা
৬. আসমানি কবিতায় কে পেট ভরে খেতে পায় না?
ক. আসমানির কাকা খ. আসমানি
গ. আসমানির কাকি ঘ. আসমানির মামা
৭. আসমানির জামায় কটি তালির কথা বলা হয়েছে?
ক. বিশেক খ. শতেক
গ. শ-দুয়েক ঘ. পঞ্চাশেক
৮. আসমানি কবিতাটি পাঠ করে শিক্ষার্থী অপরের প্রতি কোন ধরনের অনুভূতি প্রকাশ করতে পারবে?
ক. শ্রদ্ধাবোধ খ. অশ্রদ্ধাবোধ
গ. অহংবোধ ঘ. সাম্যবোধ
৯. আসমানি কোন জাতীয় সাহিত্য?
ক. চতুর্দশপদী কবিতা খ. কবিতা
গ. ছড়া ঘ. প্রবন্ধ
১০. আসমানি কবিতায় আসমানিদের বাসার অবস্থা কেমন?
ক. পাখির বাসার মতো মজবুত
খ. হালকা টিনের তৈরি
গ. দেয়ালের ওপর টিনের চাল
ঘ. পাখির বাসার মতো হালকা
১১. ফরিদপুরের তাম্বুলখানা গ্রামের সঙ্গে কবি জসীমউদ্দীনের সম্পর্ক?
ক. শিক্ষাসূত্রে খ. কর্মসূত্রে
গ. বৈবাহিক সূত্রে ঘ. জন্মসূত্রে
১২. আসমানির মুখ থেকে হাসির প্রদীপ নিভে গেছে কেন?
ক. ভুলের কারণে
খ. অসৎপথে চলার কারণে
গ. অভাবের কারণে
ঘ. তালি দেওয়া জামা পরার কারণে
১৩. আসমানির বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো কেন?
ক. হেসে খ. গল্প করে
গ. কেঁদে ঘ. কবিতা পড়ে
১৪. গ্রামের শিশুদের দুঃখ কষ্টময় জীবনের প্রতি মমতাময় অনুভূতির নান্দনিক প্রকাশ ঘটেছেÑ
ক. দুই বিঘা জমি কবিতায়
খ. পাছে লোকে কিছু বলে কবিতায়
গ. আসমানি কবিতায়
ঘ. নারী কবিতায়
১৫. আসমানি কবিতায় কবি আসমানির জীবনের চিত্র এঁকেছেনÑ
ক. অনেক দায়িত্ববোধ নিয়ে
খ. অনেক দরদ দিয়ে
গ. আনন্দময় অনুভূতি নিয়ে
ঘ. মানুষের প্রতি ক্ষোভ নিয়ে
উত্তর
১. গ ২. ঘ ৩. খ ৪. গ ৫. ক ৬. খ ৭. খ ৮. ক ৯. খ ১০. ঘ ১১. ঘ ১২. গ ১৩. গ ১৪. গ ১৫. খ
(বাকি অংশ আগামীকাল)