আপডেট : ২১ নভেম্বর, ২০২০ ০০:০০
চিকিৎসকের ওপর হামলা
পটিয়ায় মামলার প্রধান আসামি আটক
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামে চিকিৎসকের অবহেলায় জুবায়ের হোসেন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ এনে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ওপর হামলা ও ভাঙচুরের মামলার প্রধান আসামি ইমরান হোসেন মুন্নাকে (২৮) আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আশাতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এর আগে গত ৯ অক্টোবর সকালে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও জিয়াউদ্দিন মো. সাকিবের ওপর এ হামলার ঘটনা ঘটে।
মামলার এজাহারে বলা হয়, ভুল চিকিৎসায় শিশুর মৃত্যুর অভিযোগ তুলে ওই চিকিৎসকের ওপর হামলা ও অফিসে ভাঙচুর চালানো হয়।
পটিয়া থানার এসআই বোরহান উদ্দিন মুন্নাকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।