আপডেট : ২১ নভেম্বর, ২০২০ ০০:০০
কাপ্তাইয়ে যৌথ বাহিনীর অভিযানে জেএসএসকর্মী আটক
কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি
রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চিৎমরমে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আটক করেছে জেএসএস মূল দলের চাঁদা সংগ্রহকারী হ্লাসুইউ মারমা প্রকাশ জনি চৌধুরীকে (৩৮)। গতকাল শুক্রবার ভোরে ইউনিয়নের আগাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আটক করা হয় তাকে।
কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন, কাপ্তাই সেনা জোন ও চন্দ্রঘোনা থানা পুলিশের যৌথ অভিযানে পাঁচটি বন মামলার পলাতক আসামি জনিকে আটক করা হয়েছে। জনি স্থানীয় বাচিং মং মারমার ছেলে। পাঁচটি বন মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা আছে। এ ছাড়া কাপ্তাইয়ের দুর্গম পাহাড়ে জেএসএসের চাঁদা সংগ্রাহক হিসেবে কাজ করতেন তিনি। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।