দাম্পত্য কলহের জের ধরে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন শারমীন আক্তার (২০) নামে এক গৃহবধূ। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর দোলাইপার কবরস্থান রোডসংলগ্ন ২০৫ নম্বর বাসার তৃতীয় তলায় এ ঘটনা ঘটে। আগুনে শারমীনের শরীরের প্রায় ৯০ ভাগ পুড়ে গেছে।
শারমীনের চাচাত বোন আফরোজা আক্তার জানান, তিন বছর আগে ভ্যানচালক রমজানের সঙ্গে বিয়ে হয় শারমীনের, কিন্তু বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ শুরু হয়। একপর্যায়ে শারমীন দোলাইপার কবরস্থান রোডে বাবা আবদুল মান্নান বেপারির বাসায় চলে যান। সেখানেই শুক্রবার তিনি আত্মহত্যার চেষ্টা করেন। আফরোজা আরও জানান, বিয়ের বছরখানেক পর শারমীনের একটি ছেলে হয়। কিছুদিন পর ছেলেটি মারা যায়। এরপর শারমীন শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ছেলের মৃত্যুর জন্য স্বামী ও শাশুড়ি তাকে দায়ী করতে থাকেন তিনি। এ নিয়ে শারমীন ও রমজানের মধ্যে মনোমালিন্য হয়। সর্বশেষ কয়েক মাস তিনি বাবার বাড়িতে এবং রমজান যাত্রাবাড়ীর কুতুবখালীতে থাকতেন। মাঝেমধ্যে মোবাইল ফোনে তাদের কথা হতো। তবে প্রায় দিনই রমজান তাকে গালমন্দ করতেন। এতে অতিষ্ঠ হয়ে শারমীন বাবা ও মা বাসায় না থাকার সুযোগ নিয়ে শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চালান।