আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোক জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। এভাবে ‘বন্ধুকে’ হারিয়ে ফেলবেন কিছুতেই ভাবেননি পেলে।
ম্যারাডোনা বুধবার হার্ট অ্যাটাকে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
ম্যারাডোনার চলে যাওয়া খবরে শোকে কাতর পেলে টুইটারে লিখেছেন, ‘কী দুঃখের খবর! আমি সত্যিকারের একটা বন্ধু হারালাম, বিশ্ব হারাল এক কিংবদন্তিকে। তার ব্যাপারে বলার শেষ নেই। তবে এখন শুধু বলব, ঈশ্বর তার পরিবারকে শক্তি দিক। আশা করি, একদিন আমরা ওপরের আকাশে একসঙ্গে ফুটবল খেলব।’
ম্যারাডোনা ও পেলের মধ্যে কে সেরা এই তর্ক ফুটবল দুনিয়ায় চিরকালের। প্রসঙ্গত, কিছুদিন আগে পেলের ৮০তম জন্মদিনে ম্যারাডোনা শুভেচ্ছা বার্তায় লিখেছিলেন, ‘সর্বজনীন শ্রদ্ধা রাজাকে।’
আর ম্যারাডোনার ৬০তম জন্মদিনের শুভেচ্ছা বার্তায় পেলে লিখেছিলেন, ‘আমার প্রিয় বন্ধু, ম্যারাডোনা। আমি সব সময় আপনাকে সাধুবাদ জানাই। আপনার জন্য সব সময় শুভ কামনা। আপনার যাত্রা দীর্ঘ হোক এবং আপনি সর্বদা হাসিখুশি থাকুন। শুভ জন্মদিন!’