ঠাকুরগাঁও আধুনিক সরকারি হাসপাতালের চিকিৎসাসামগ্রী চুরি করে বিক্রি করতে গিয়ে মালামালসহ আটক হয়েছেন হাসপাতালের কর্মচারী রুহুল আমীন।
বুধবার দিবাগত রাতে জেলা প্রশাসনের কর্মকর্তা ও গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর যৌথ অভিযানে শহরের বন্ধন ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক রুহুল আমীন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের হেলথ এডুকেটর (তৃতীয় শ্রেণী কর্মচারী) পদে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে সদর হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আটক ব্যক্তির কাছ থেকে আধুনিক সদর হাসপাতালের চিকিৎসা সামগ্রী হিসেবে ৯৭ পিস স্যালাইন সিরিজ, ৩৯৫ পিস হ্যান্ড গ্লাভস ও ১৩ পিস ক্রোপ ব্যান্ডেজ রোল জব্দ করা হয়; যার মূল্য প্রায় ২৭ হাজার টাকা।
এ সময় সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত কুমার সাহা জানান, বিষয়টি নিয়ে আরও তদন্ত করা হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা করার নির্দেশ দেয়া হয়েছে।