আপডেট : ২৭ জানুয়ারি, ২০২১ ২৩:৪১
'টোন অ্যান্ড টিউন স্কুল অব মিউজিক’ এর পথচলা শুরু
নিজস্ব প্রতিবেদক
সংগীতশিল্পী জসিমের তত্ত্বাবধানে পথচলা শুরু করেছে সংগীত শিক্ষার প্রতিষ্ঠান ‘টোন অ্যান্ড টিউন স্কুল অব মিউজিক’।
বুধবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এই স্কুলের উদ্বোধন করেন নন্দিত সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
দেশের শুদ্ধ সংগীত শিক্ষার বিকাশে কাজ করবে বলে স্কুলটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীত শিল্পী খুরশিদ আলম, কুমার বিশ্বজিৎ, লিনু বিল্লাহ, মিলন ভট্ট, আনিসুর রহমান তনু, মানাম আহাম্মেদ, লাবু রহমান, পার্থ বড়ূয়া, বাপ্পা মজুমদার, আলম আরা মিনু, মৌটুসী ইসলাম, শহিদুল্লাহ ফরায়েজী, মাকসুদ ঢাকা, ফরিদ আহম্মেদ, রাফীসহ অনেকে।