প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি
বহুনির্বাচনী
নিচের উদ্দীপকটি পড়ে ১ ও ২ নম্বর প্রশ্নের উত্তর দাও :
তানিয়া অনেক দিন ধরে একটি গানের সিডি খুঁজছিল কিন্তু কোনোভাবেই জোগাড় করতে পারছিল না। তাই সে আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে গানের সিডিটি জোগাড় করে ফেলল।
১. এখানে তথ্যপ্রযুক্তি ভূমিকার কথা বলা হয়েছে
ক. শিক্ষাক্ষেত্রে খ. চিকিৎসা ক্ষেত্রে
গ. বিনোদন ক্ষেত্রে ঘ. ব্যবসা-বাণিজ্য
২. তানিয়ার ব্যবহৃত আধুনিক প্রযুক্তির সাহায্যে আর যা যা করতে পারবে
র. বই পড়তে পারবে
রর. সিনেমা দেখতে পারবে
ররর. টেলিমেডিসিন সেবা নিতে পারবে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সাগর দাদুকে নিয়ে ডাক্তারখানা গিয়ে দেখল সেখানে কোনো ডাক্তার নেই। সবাই এক এক করে যাচ্ছে এবং একটি টেলিফোনের মাধ্যমে ডাক্তারের সঙ্গে কথা বলছে এবং চিকিৎসা নিচ্ছে সাগর বেশ অবাক হলো।
৩. উল্লিখিত চিকিৎসা পদ্ধতির নাম কী?
ক. মাল্টিমিডিয়া খ. ই-বুক
গ. টেলিমেডিসিন ঘ. সার্জারি
৪. চিকিৎসা ক্ষেত্রে উল্লিখিত বিষয়টি বা পদ্ধতিটি যেভাবে ভূমিকা রাখতে পারেÑ
র. ইন্টারনেটে চিকিৎসাসেবা দিয়ে
রর. রোগীর সঙ্গে ডাক্তারের কনফারেন্সিংয়ের মাধ্যমে
ররর. সঠিক রোগ নির্ণয় ও ওষুধ দেওয়ার মাধ্যমে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
কৃষক আমজাদের জমিতে পোকার আক্রমণ করলে তার ছেলে শাহিন প্রযুক্তির সাহায্য নিয়ে পোকা দমনের উপায় খুঁজে বের করল।
৫. শাহীন যে প্রযুক্তির সাহায্য নিয়েছে তার নাম কী?
ক. পোকা দমনের ওষুধ খ. মোবাইল
গ. ইন্টারনেট ঘ. ই-বুক
৬. শাহীন যে যে ক্ষেত্রে তার বাবার সমস্যার সমাধান পেতে পারেÑ
র. টেলিফোনে
রর. কৃষিবিষয়ক ওয়েবসাইট
ররর. রেডিও টেলিভিশনে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
নিচের উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :
সকালে বৃষ্টি থাকায় ফজলুল সাহেবের বাসায় হকার পত্রিকা দিয়ে যায়নি, এমন সময় হঠাৎ তার মনে পড়ল তিনি তার ল্যাপটপেই আজকের সব পত্রিকার খবর পড়তে পারেন। তাই তিনি দ্রুত তার ল্যাপটপ ওপেন করলেন।
৭. ফজলুল সাহেব কোন প্রযুক্তির সাহায্য নেবেন?
ক. ইন্টারনেট খ. মোবাইল
গ. পত্রিকা অফিস ঘ. টেলিমেডিসিন
৮. কাজটি করতে নজরুল সাহেবের যা প্রয়োজন হবেÑ
র. মাইক্রোসফট ওয়ার্ড
রর. ইন্টারনেট সংযোগ
ররর. ওয়েবসাইট অ্যাড্রেস
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
উত্তর
১. গ, ২. ক, ৩. গ, ৪. গ, ৫. গ, ৬. গ, ৭. ক, ৮. গ